সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে” স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ ” এ স্লোগানকে সামনে রেখে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ ও খামারীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মাঠে জাঁকজমক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে,
প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। সহকারী কমিশনার (ভূমি) নাশিতা- তুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন , সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান কাঞ্চন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাহিদুল ইসলাম , হোসেনপুর ডেইরী ফার্মের সভাপতি শফি উদ্দিন সরকার বাচ্চু প্রমূখ।
প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়। প্রদর্শনী শেষে কামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।