নিজস্বপ্রতিবেদক ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ৮০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের বাজার মাঠ প্রাাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, ৮নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম হাদি, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাহিদ হাসান সুমন, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ আমীন উল্লাহ শামীম , উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, আ’লীগ নেতা আলমগীর হোসেন, ফরহাদ হোসেন, মাইনুল হক সাবের, আমজাদ হোসেন সবুজ, বকুল মিয়া প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান, সাবেক ও প্রবীন শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণার পর বিএনসিসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.