পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আসআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে শেষ হলো দুই দিনব্যাপী ৫৫ তম ইসলাহী ও তালিমী জলসা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন হজরত মাও. মো. জসীম উদ্দিন হাটহাজারী। মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হালীম হুছাইনী প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনিয়া আসআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে রোববার এই ইসলাহী ও তালিমী জলসা শুরু হয়। এতে পাকুন্দিয়া উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
এবারের ইসলাহী ও তালিমী জলসায় তিন হাজারের অধিক হুসাইনিয়া স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এতে দেশের বিশিষ্ট দ্বীন ও উলামায়ে কেরামগণ বয়ান রাখেন।