মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নাড়াগাতী থানার পুলিশের প্রচেষ্টায় বল্লাহাটি মোড় থেকে ১৫ পিচ ইয়াবাসহ মোঃ সিপন মোল্লা (২৫) চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার এসআই মোঃ জয়নাল আবেদিন এএসআই মোঃ আমিনুর ইসলাম সহ সঙ্গীয়র্ফোস পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি মোড় নামক এলাকা থেকে সকাল সাড়ে ৭ টায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে বল্লাহাটি গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী ইউছুপ মোল্লার ছেলে মোঃ সিপনকে আটক করে। এসময় তার কাছ থাকা ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে জানা যায় ধৃত আসামী বল্লাহাটি ও তার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। মাদক ব্যাবসায়ী সিপন আটক হওয়ার পরে এলাকাবাসি আনন্দ উল্লাস করে এবং নড়াগাতি থানা পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসি।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, সিপন দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন স্যারের নির্দেশনায় নড়াগাতি থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনায় করে ১৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা পূর্বক নড়াইল আদালতে প্রেরন করা হয়েছে।
আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.