মোঃ মিজানুর রহমান রিপন ঃ এডাব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করা হয়েছে। গুরুদয়াল সরকারী কলেজ মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২.৪৫ মিনিটে এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে এডাব জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী সদস্য রুবিনা আক্তার রুবি, কালের নতুন সংবাদ ডট কমের সম্পাদক, উইডুর সমন্বয়কারী ও এডাব কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, ডিএসও’র নির্বাহী পরিচালক ও এডাব সদস্য শারমিন সুলতানা জুই, দৈনিক মর্নিং গ্লোরির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপ, ওয়েপ’র পরিচালক মোঃ মাহফুজুর রহমান রাজীব, মোঃ তারা মিয়া, মোঃ তাজুল ইসলাম ও মোঃ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুবাইয়া তাসলিম শিউলি, স্কাউট লিডার সাবরিনা রহমান পূর্ণ, রৌদিয়া রহমান প্রাপ্তি ও প্রাচীসহ গুরুদয়াল সরকারী কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী প্রমুখ।