হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এনজিও টিএমএসএস এর ৮৭৯তম নতুন শাখা ও ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে পৌরসভার ঢেকিয়া এলাকায় টিএমএসএস এর শাখা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় আনুষ্ঠানিক ভাবে প্রথম ঋণ বিতরণ কর্যক্রম শুরু করেন।
ময়মনসিংহ টিএমএসএম অপারেশন-১২ পরিচালক আহসান হাবিব মোহনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এছানুল হক, প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, টিএমএসএস নেত্রকোনা জোনাল ম্যানেজার মাহবুবুল আলম, এরিয়ার ম্যানেজার মো: সবুজ মিয়া,এরিয়া ম্যানেজার এডমিন মো: মেহেদী হাসান, হোসেনপুর শাখা ব্যাবস্থাপক মো: আফসার আলী প্রমূখ।
উল্লেখ্য, উদ্বোধন শেষে ১১ জন সদস্যকে ৬ লাখ ৯০ হাজার টাকা ঋণ প্রধান করা হয়।