নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ ৬ বারের সভাপতি ও ২ বারের সাধারণ সম্পাদক প্রতিথযশা আইনজীবী ও তৎকালীন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তুখড় ছাত্রনেতা এ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌস এর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এক শোকসভা সভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় বিজ্ঞ আইনজীবীগন বক্তব্য দিতে গিয়ে অনেকে নিজেরা কাঁদলেন অন্যদের কাঁদালেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় আইনজীবী ভবনে অনুষ্ঠিত এই শোক সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সহ- সভাপতি এ্যাডভোকেট শরফুরদ্দিন ভূইয়া সবুজ। অনুষ্ঠিত এ শোক সভায় মরহুমের বর্ণাঢ্য ছাত্রজীবন,রাজনৈতিক জীবন ও কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আমিনুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল আলম শহিদ, এ্যাড. মুহাম্মদ আলী ভূইয়া,এ্যাড. আবু নাছের সন্জু (পিপি), এ্যাড. এম এ রশিদ, এ্যাড. জালাল মুহাম্মদ গাউছ, এ্যাড. তারেকউদ্দিন আবাদ, এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দৌলন, এ্যাড. নাছির উদ্দিন ফারুকী, এ্যাড. বিজয় সংকর রায় (জিপি) এ্যাড. মোঃ আব্দুল কুদ্দুছ, এ্যাড.অসুক সরকার সহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ মরহুমের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এ্যাড.মিয়া মোঃ ফেরদৌস
গত বৃহস্প্রতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত বৃহস্প্রতিবার তিনি মারা যাওয়ার পর গত দুই দিন কোর্ট বন্ধ ছিল। আজ রবিবার কোর্ট খোলার পর সকল আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে সারাক্ষণ মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন গুণাবলি নিয়ে আলোচনা করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.