মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছকে (৫০) গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল কুদ্দুছ দেশীগ্রামের বাসিন্দা তিনি সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও ভোগলমান চারমাথা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ২০ থেকে ২৫ জন পূর্ব বাংলার সর্বহারা পাটির অস্ত্রধারী সদস্যরা ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ড মাইকে বাজারের লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংকের সৃষ্টি করে। পরে আব্দুল কুদ্দুস সরকারের ছেলের কীটনাশক দোকানে ঢুকে পড়ে তারা। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই উপর্যপরি কয়েক রাউন্ড গুলি চালিয়ে আব্দুল কুদ্দুস সরকারের মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় নিজের সার ও কীটনাশক দোকানে বসে ছিলেন। সে সময় ১৫-১৬ জন দুবৃত্ত দোকানের ভিতরে ঢুকে আব্দুল কুদ্দুসের বুকে গুলি করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন করছে।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত স‚ত্রধর জানান, সংবাদ পেয়ে তাড়াশ থানার ওসির নেতৃত্বে পুলিশ টিম পাঠানো হয়েছে। ঘটনার পর্যবেক্ষণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.