মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর খনন কাজে ব্যবহার করা মাটিবাহী ড্রামটাকের চাপায় রাহাত (১৬)নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলার ভূয়াগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত তাড়াশ উপজেলার পৌর এলাকার ভাদাস পুর্বপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে বেপরোয়া গতিতে মাটি বাহী ড্রাম ট্রাকটি যাবার সময় রাহাত কে চাপা দেয়।এতে মারাত্মকভাবে আহত হয় সে। তার চিৎকার শুনে অনেকেই দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।
তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুল আজম জানান, গুরুত্বর আহত কিশোর আনার পর দুই কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি চালকসহকারে জব্দ করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মামলা আমলে নিয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।