সিরাজুল ইসলাম আতশী, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জেলার. ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা গ্রামের শিমলা মোড় থেকে
শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটর রাস্তা নির্মাণ না হওয়ায় অত্র এলাকা সহ আশে পাশের এলাকার মানুষের
দূর্ভোগ চরমে হওয়ায়, রাস্তাটি পাকা করণ এখন সময়ের দাবিতে পরিণত, হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শিমলা বর্শিকুড়া নিম্ন
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করে। এছাড়া বর্শিকুড়া বাজারের আসার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন বাজারের
লোকজন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়। তাছাড়া বর্শিকুড়া বাজার থেকে রায়টুটী হয়ে তাড়াইল উপজেলায় পৌছার একমাত্র রাস্তা
হওয়ার কারণে এ রাস্তাটি পাকা করণ একান্ত প্রয়োজন হয়ে দাড়িয়েছে।
অপর দিকে রাস্তার দুই পার্শ্বে বিস্তীর্ণ হাওরের ফসলী জমির ধান, গম, ভুট্টা সহ অন্যান্য ফসল কৃষকেরা এই রাস্তা দিয়ে বাড়ীতে আনতে হয়।
এতে করে একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
রায়টুটী ইউনিয়ন থেকে ইটনা উপজেলা সদরে আসার জন্য একমাত্র রাস্তাও এটি। বর্শিকুড়া গ্রামের বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ জোবায়ের খান বলেন, শিমলা মোড় থেকে শান্তি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি পাকা করণ একান্ত প্রয়োজন। রাস্তাটি নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন খুব কষ্ট করছে। বাদলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মহসিন ভূইয়া বলেন, এই রাস্তাটি পাকা করণ খুবই দরকার। রাস্তাটি পাকা না হওয়ায় অত্র এলাকার মানুষ খুব কষ্ট করছে।
এই বিষয়ে বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আদিলুজ্জামান ভূইয়া এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তাটি নির্মাণ
করা খুবই জরুরি। এছাড়া অত্র হাওরের পানি নিষ্কাষনের জন্য রাস্তার মাঝে
ব্রীজ অথবা কালবার্ড নির্মাণ করতে হবে। তাই অনতিবিলম্বে অত্র এলাকার মানুষের জীবন যাপনের কথা চিন্তা করে খুব শীঘ্রই রাস্তাটি
পাকা করণের দাবি জানাচ্ছে এলাকার সচেতন মহল।