জুবায়ের আহমাদ জুয়েলঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের (২০১৮-১৯ ব্যাচ) উদ্যোগে অত্র মাদরাসার প্রাক্তন শিক্ষিকা মৃত কল্পনা আক্তার এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী জুবায়ের আহমাদ জুয়েল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, অত্র মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার আইনুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আজ গর্বিত। কারন আমাদের হাতে গড়া ছাত্ররা মৃত্যুর পরেও তাদের শিক্ষাগুরুকে ভুলে না। তারা শিক্ষাগুরুর স্বরণে 'জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আমরা সবসময় স্রষ্টার দরবারে প্রার্থনা করি তিনি যেন এসমস্ত ছাত্রদের জীবনকে সাফল্যমন্ডিত করেন। তারা যেন শিক্ষার সর্বোচ্চ স্থরে পৌঁছাতে পারে। দেশ ও মানবতার কল্যানে কাজ করতে পারে।
এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, সিটিজেন অফ সুইডেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি ভূঁইয়া। তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বীরত্বের সাথে যুদ্ধ করেছি পাকিস্তানি হানাদারদের বিরোদ্ধে। আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা। আমরা পেয়েছি লাল-সবুজ পতাকা। এই পতাকার মান অক্ষুন্ন রাখার জন্য আগামী প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। ঘুরে দাঁড়াতে হবে সকল অপশক্তির বিরুদ্ধে। এসময় তিনি দেশ এবং স্বাধীনতার উপর নিজের রচিত কবিতা ও সংগীত পরিবেশন করে শুনান শিক্ষার্থীদের।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,
সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মুফতি আবু তাহের মেসবাহ, সহকারী শিক্ষক মাওলানা দেওয়ান মুহাম্মাদ রঈস উদ্দীন, সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম, সহকারী শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক আবুল বাশার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাদরাসার প্রাক্তন শিক্ষিকা মরহুমা কল্পনা আক্তার সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবু তাহের মেসবাহ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.