মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম উপজেলার আলোকদিয়ার গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আলোকদিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জমিলা।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এরপর তার পরিবারের সদস্যরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.