প্রেম পিরিতি নহে বন্ধু
এ যেন প্রকৃতির সাথে ভালো বাসা।
বসন্ত সাজিয়েছে বাসর কুকিল তোমারি আগমনের আসায়।
বসন্ত বাতাসে ভেসে আসে তার মন মাতানো সুবাস।
কুকিলের আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকৃতি সেজেছে নানান রঙ্গের ফুলে ফলে।
ফুল পাখিরা কেউ আছে মুখ তুলে কেহ বা নাচিতেছে দুলে।
আকাশ হইতে ঝরে পড়িতেছে ঝরে ঝরে নাচিতেছে ডালে ডালে।
কোকিলের সাথে সুর মিলিয়ে গাচ্ছে গান।
বসন্ত তুমি আমার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভালোবাসা ভালোলাগা সতেজ প্রাণ।
সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা চলমান।
কলমে:_ সালমা দেলোয়ার ইতি।