মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ বাড়ি থেকে বুলবুলি খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রাতের আঁধারে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলঙ্গা থানার আলমচাঁদপুর সরাবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বুলবুলি খাতুন থানার আলমঁচাদপুর সরাবাড়ী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
নিহতের স্বজন আব্দুর রহমান জানান, রাতে কে বা কারা কিভাবে মেরেছে বলতে পারবো না। তার নিজ ঘরে ভিতর থাকা তার বৃদ্ব মা সাথে ছিল। সকালে তার চিৎকারে আমরা এসে দেখি বিছানার পড়ে রয়েছে। পরে থানার খবর দেই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের শরীরলে আঘাতের চিহৃ রয়েছে। তবে কি কারনে এহত্যা এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরনে প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।