তন্ময় দেব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সদ্য যোগদান কৃত ৮১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস
১৩ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় সময় উপজেলা হলরুমে নিজ নিজ পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে ও সহঃ শিক্ষিকা ডায়না তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জুন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ ও শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম,৪ নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান সাওার মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার তাপস রায়,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান সমবায় অফিসার হিরন্ময় রায়, প্রমুখ।
পরিশেষে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০২৩ বিভিন্ন ইভেন্টেবিজয়ী দের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি গন।