নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ ডাক বিভাগের উদ্যোগে মিলন মেলা শহরের একটি পার্কে সকালে শুরু হয়। মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় মিলন মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো: সাহেদুজ্জামান সরকার ৷ ডাক বিভাগের কিশোরগঞ্জের কর্মকর্তা-কর্মচারির পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত হয় এই পারিবারিক মিলন মেলা। সকলের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই প্রাণবন্ত অনুষ্ঠান। মিলন মেলায় অনুষ্ঠিত হয় বালিশ খেলা, বস্তা দৌঁড়, হাঁড়িভাঙ্গা খেলাসহ বিভিন্ন খেলা। মিলনমেলায় এসে অনেকে স্মৃতিচারণ করেন, আবেগে আপ্লুত হয়ে পরেন অনেক সহকর্মী। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল মো: ফরিদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আল মাহমুদ অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল কেন্দ্রীয় সার্কেল, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মো: ফজলুর রহমান, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার পোস্ট মাস্টার তাহমিনা মমতাজ প্রমুখ
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.