1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

জাওয়ারের পীর- শাহ্ সুফী সৈয়দ আনিছুর (রহঃ) কিছু কথা

  • প্রকাশ কাল শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার পীর সাহেব বাড়ী অত্র উপজেলার সকলের পরিচিত এবং হিন্দু মুসলিম সহ সকল
ধর্মের বর্ণের মানুষের হৃদয়ে ভিন্ন রকম ভালোবাসার স্থান দখল করে আছে । এ বাড়ির লোকজন তাদের মাঝে অন্যরকম এবং
সকলের আস্থার স্থান হিসেবে আধ্যাতিক শাহ্ সূফী সৈয়দ আনিছুর (রহঃ) । যাকে সবাই পাগলা হুজুর নামেই ডাকতেন ।
১৯৪৫ সালে জাওয়ার পীর বাড়িতে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম শাহ্ সৈয়দ আতাউর রহমান (রহঃ) এবং মা সৈয়দা ফাতেমা
বেগম । পারিবাকিভাবে তিনি ষাট দশকে দ্বীনি শিক্ষার জন্য ভারতে তার মামার সাথে অবস্থান করেন । আওলাদে রাসূল ফানা ফিল্লাহ মজনুমে অলী হযরত শাহ্ সুফী সৈয়দ আনিছুর
(রহঃ) শৈশব থেকে হুজুরে আধ্যাতিক জগতে বিচরন এক অসাধারণ তাৎপর্য বহন করে । সৃষ্টিকর্তার সান্যিধ্য লাভ করতে
এবং মানব কল্যাণে সর্বদায় ধ্যানে মশগুণ থাকতেন । ধীরে ধীরে হুজুরের আধ্যাতিক বিষয়গুলো বিকশিত হয়ে এলাকাবাসীসহ
ভক্তবৃন্দের মাঝে প্রসারিত হতে শুরু করে । ৩৫ বছর নিজেকে গোপনে রাখলেও একসময় তা প্রকাশিত হয়ে পরে। তিনি অনেক বড় মাপের আধ্যাতিক শক্তি সম্পন্ন ওলী । তিনি
নিজেকে সম্পূর্ণ রুপে বিলীন করে দেন ভক্তবৃন্দের মাঝে।
এভাবেই ভক্তবৃন্দের মাঝে তিনি অতি আপন হয়ে উঠে । কঠোর সাধনার মাধ্যমেই । দৈহিক, জৈবিক ও প্রাকৃতিক প্রলোভন বলয় থেকে আত্মার মুক্তি সাধন লাভ ও রুহানী পিপাসার গভীর
জ্ঞান লাভ করেছিলেন তিনি । ৭০ বছর বয়সে ৩০ অক্টোবর ২০১৪ ইং তারিখে চিকিৎসারত অবস্থায় তিনি পরলোক গমন করেন ।
উনার বিদায়ের পর থেকে হযরতের মাজারের সার্বিক তত্ত্বাবধায়ন সহ উন্নয়নের ধারাবাহিকতায় ভক্তদের মাঝে কেব মুসলিম ভক্তই নয় হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ
খেদমতে রয়েছে । তাদের মধ্যে অন্যতম হিসেবে বিশেষভাবে কাজ করে চলছেন আলহাজ্ব আব্দুস সালাম খান (সদ্দু) মিয়া এবং শ্রী চন্দন ভৌমিক , প্রদীপ কুমার পাল, কাজলসহ অনেকেই । তাদের চেষ্টার ফলে মাজারের নতুন ভবন তৈরি এবং
প্রতি বৃহঃ মিলাদ মাহফিল । প্রতি চাঁদের ১১ তারিখে বিশেষ মিলাদ মাহফিলসহ হুজুরের পরলোক গমনের তারিখ ৩০ অক্টোবর
কেন্দ্র করে ২ দিন ব্যাপি উরশ শরিফ পালন করে থাকেন তারা ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST