স্টাফ রিপোর্টার: জুবায়ের আহমাদ জুয়েলঃ
গত বুধবার ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদরাসার মানবিক শাখা থেকে এ প্লাস পেয়ে উত্তির্ন হয়েছেন কল্লা গ্রামের মৃত. ফরহাদ মিয়ার ছেলে হুমায়ূন কবির তার সহধর্মিনী উম্মে হানিফা পুষ্প। পার্শ্ববর্তী গ্রাম কাজলা মধ্যপাড়ার বাসিন্দা মুহা. আফজাল হোসেনের কন্যা। দু'জনই নতুন বিবাহিত। তারা গত ৮ফেব্রুয়ারী ২০২২ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসারের হাল ধরার পাশাপাশি শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। অদম্য ইচ্ছে আর অক্লান্ত পরিশ্রমে পূরণ হয়েছে তাদের লালিত স্বপ্ন।
যুগলদ্বয়ের নিকট ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, বৈবাহিক জীবনে পড়াশোনা করা যায় না এমন ধারনা যাদের তারা ভুল ভাবছেন। আমরা দু'জন প্রতিযোগিতামূলক পড়াশোনা করেছি এবং আরো পড়াশোনা করতে চাই। আল্লাহ সামর্থ্য দান করলে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ার পরিকল্পনা আছে। তারা আরো বলেন, ভবিষ্যতে পড়াশোনা শেষ করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবো, তাদের সেবা করবো। বেকার সমস্যা দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.