সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা আজ তানোরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও রূমে অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিযোগিতায় সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। উক্ত প্রতিযোগিতায় শ্রণী ও বয়স অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা হয়েছে।
ক- বিভাগের জন্য ছড়া, চিত্রাংকন,গান, নৃত্য ও সুন্দর হাতের লেখা অনুষ্ঠিত হয়।
খ- বিভাগের জন্য কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান, উপস্থিত বক্তৃতা, একক অভিনয় ও বিষয় ভিক্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই প্রতিযোগিতায় তানোর পৌরসভার ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। শিক্ষক মন্ডলীদের সহযোগিতায় ছোট্ট বাচ্চারা অনেক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে খেলা করে । ছোট্ট বাচ্চারা তাঁদের খেলার মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করে।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ী ছোট্ট বাচ্চাদের হাতে পুরস্কার বিতরণ করেন তানোর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাসরিন, তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক বৃন্দ গণ। পুরস্কার হাতে পেয়ে বাচ্চারা অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে বাড়ি যায়।