নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবিস্থত দ্বীনি বিদ্যাপীঠ দারুল কুরআন মাদরাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন ‘দারুল কুরআন বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দারুল কুরআন মহিলা মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম।
দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন। দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব হাফেয মাওলানা হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তাড়াইল থানা জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মেশাহিদুর রহমান, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা পরিচালক মাওলানা বোরহানুদ্দীন আহমাদ। এসময় বিভিন্ন মাদরাসার মুহতামিম, মুহাদ্দিস, মসজিদের ইমাম, খতিব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।