সিরাজুল ইসলাম আতশী, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় এ বছর ২৭ হাজার ১ শত ৭০
হেক্টর জমিতে বোর আবাদের লক্ষমাত্রা নিধরাণ করা হয়েছে। এতে ১ লক্ষ ২১
হাজার ৭ শত ৫৮ মেট্রিক টন চাউল উৎপাদিত হবে। এছাড়া গম ৪৫ হেক্টর
জমিতে, আলো ১ শত ৫৫ হেক্টর, সরিষা ৪ শত ৪৫ হেক্টর, মিষ্টি আলো ৩ শত
৩০ হেক্টর, সবজি ৫ শত ৫৫ হেক্টর, চিনা বাদাম ১ শত ৫৫ হেক্টর, ভূট্টা ৫ শত
৭০ হেক্টর, মরিচ ৫ শত ৬৫ হেক্টর, পিয়াজ ২৩ হেক্টর, রসুন ২৫ হেক্টর, ধনিয়া
২৩ হেক্টর, মাষকলাই ২ শত হেক্টর, সূর্যমুখি ৪ হেক্টর জমিতে আবাদের
লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইটনা উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ
উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাহাবুব ইকবাল বলেন, আবহাওয়া
অনূকুলে থাকলে এবছর বোর মৌসুমে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে
ধারণা করা হচ্ছে।