হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় ১ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী মোহাম্মদ জাকারিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ জাকারিয়া উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
রবিবার (২৯ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার উপ পরিদর্শক সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী নান্দাইল থানার বাকচান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ জাকারিয়াকে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত। আদালতের রায় উপেক্ষা করে দীর্ঘদিন সে পালিয়ে থাকে৷ তাকে গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে গতকাল রাতে উপ পরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার ও তার ফোর্সদের অভিযানে রাত ৯.১৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু জানান, মাদক মামলায় ১ বছরের কারাদন্ড প্রাপ্ত হওয়ার পরও সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.