1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিখোঁজ সন্তানের জন্য বাবা-মায়ের আর্তনাদ দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নেত্রকোনার সাবেক মেয়র প্রশান্ত কুমার গ্রেফতার একটি গণ আন্দোলন এবং রক্তাক্ত পুলিশ ময়মনসিংহের পিবিআই তদন্তে অজ্ঞাত নারীর লাশের পরিচয় সনাক্ত; গ্রেপ্তার-১ সীমান্তে বিএসএফের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে : নাহিদ ইসলাম কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) অনুষ্ঠিত হোসেনপুরে,স্পন্দন রক্তদাতা সংস্থা’র স্বেচ্ছাসেবী মিলনমেলা হোসেনপুরে নবগঠিত ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু ভারত চীনের দৃষ্টি পার্বত্য চট্টগ্রামের দিকে : (উপজাতিয় উগ্রবাদীদের মদত পৃষ্ঠপোষকতার নাটের গুরু ইউনিসেফ)
শিরোনাম
নিখোঁজ সন্তানের জন্য বাবা-মায়ের আর্তনাদ দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নেত্রকোনার সাবেক মেয়র প্রশান্ত কুমার গ্রেফতার একটি গণ আন্দোলন এবং রক্তাক্ত পুলিশ ময়মনসিংহের পিবিআই তদন্তে অজ্ঞাত নারীর লাশের পরিচয় সনাক্ত; গ্রেপ্তার-১ সীমান্তে বিএসএফের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে : নাহিদ ইসলাম কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) অনুষ্ঠিত হোসেনপুরে,স্পন্দন রক্তদাতা সংস্থা’র স্বেচ্ছাসেবী মিলনমেলা হোসেনপুরে নবগঠিত ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু ভারত চীনের দৃষ্টি পার্বত্য চট্টগ্রামের দিকে : (উপজাতিয় উগ্রবাদীদের মদত পৃষ্ঠপোষকতার নাটের গুরু ইউনিসেফ)

লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবিতে ৮জনের মৃত , নিখোঁজ কয়েক ডজন অভিবাসী

  • প্রকাশ কাল রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়েছে


ওয়াসিম কামাল

প্রবাসী প্রতিবেদক লিবিয়া।।

লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত
৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে ১৫০ জন অভিবাসী ছিলেন৷ লিবিয়ান রেড ক্রিসেন্ট ৫৮ জন অভিবাসীর খোঁজে সন্ধান চালাচ্ছে।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত বুধবার (২৫ জানুয়ারি) ইউরোপগামী অভিবাসীদের একটি নৌকা ডুবে যায় লিবিয়ায়৷ এতে অন্তত আটজন অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ আরো ৫৮ জন অভিবাসী এখনো নিখোঁজ।
নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৮৪ জন বেঁচে গিয়েছেন৷ অভিবাসীদের জন্য রাষ্ট্র পরিচালিত আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের৷ লিবিয়ান রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল-শুকরি একথা জানিয়েছেন। রেড ক্রেসেন্ট এখানে উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে৷
গত মঙ্গলবার ত্রিপোলির রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে লিবিয়ার গারাবুলি শহরের কাছে নৌকাটি ডুবে যায়।
রেড ক্রিসেন্টকে প্রত্যক্ষদর্শীরা জানান, অভিবাসীরা ইটালিতে পৌঁছাতে চেয়েছিলেন।
কাস্টেলভার্দে শহরের কাছে মৃতদেহগুলো উপকূলে ভেসে গিয়েছে বলে জানায় আল-শুকরি।
যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে যে রেড ক্রিসেন্টের কর্মীরা প্রতিরক্ষামূলক পোশাক পরে ডুবে যাওয়া অভিবাসীদের মৃতদেহ বন্দরের পাশে কালো রঙের ব্যাগে রাখছেন।
আল-শুকরি বলেন,
মৃতরা সবাই পুরুষ।
কেন লিবিয়া অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট?
গত কয়েক বছরে যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে এই দেশ।
মানবপাচারকারীরা লিবিয়ায় বিশৃঙ্খলা এবং ছয়টি দেশের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত থেকে লাভবান হচ্ছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএমের দেয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের ২১ জানুয়ারি পর্যন্ত লিবিয়া থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী নিহতের এবং ১৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। আইওএম জানিয়েছে, এ বছর ১১০০ জনেরও বেশি অভিবাসীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
২০২২ সালে লিবিয়া থেকে কমপক্ষে ৫২৯ জন অভিবাসী নিহতের এবং ৮৪৮ জন নিখোঁজ হওয়ার খবর মেলে৷ আইওএম জানায়, ২৪ হাজার ৬৮০ জনেরও বেশি অভিবাসীকে আটকানো হয়েছিল এবং লিবিয়ায় ফেরানো হয় তাদের৷
২০১১ সাল থেকে অভ্যন্তরীণ সংকটের কারণে অভিবাসীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল লিবিয়া৷ এই দেশে অনেক অভিবাসী আটক হয়েছে৷ তারা অপব্যবহার এবং শোষণের শিকার হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST