নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অফিস ভবনের ছাদে স্থাপিত ছাদ কৃষি লার্নিং সেন্টার পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষনা প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সকলকে উৎসাহিত করার জন্য এবং ছাদ কৃষিকে জনপ্রিয় করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস, নন্দীগ্রাম, বগুড়ার অফিস ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ছাদ কৃষি লার্নিং সেন্টার। উপপরিচালক, ডিএই সেন্টারটির বিভিন্ন কর্ণারে স্থাপিত কৃষি প্রযুক্তিগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আরো নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তিনি সেন্টারটির সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি ড্রামে একটি সীডলেস জাতের লেবু গাছ রোপন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলাম এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, এই সেন্টারে ছাদ কৃষির পাশাপাশি মাঠ কৃষিরও নানা প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রতিদিনই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষি সেবাগ্রহীতা, ছাত্র-ছাত্রীসহ অনেকেই আসছেন। তারা এই সেন্টারটি ঘুরে ঘুরে দেখছেন এবং মুগ্ধ হয়ে নিজেরাও ছাদকৃষি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী দিনে নন্দীগ্রামে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে এই ছাদ কৃষি লার্নিং সেন্টার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.