এনামুল হক সেলিম ঃ কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল হস্তান্তর ও বিতরণ করলেন জাকিয়া নুর লিপি এমপি।
গতকাল (২৮ জানুয়ারী) বিকাল ৩ঘটিকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন কিশোরগঞ্জ ১ সদর -হোসেনপুর আসনের মাননীয় সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি এমপি ও তার ছোট বোন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দা রুপা।এসময় কিশোরগঞ্জ সদরের মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি।উক্ত শীতবস্ত্র হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ কন্যা সৈয়দা রুপা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু ভুপাল নন্দী, সাবেক কমান্ডার এবি সিদ্দিক, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মজিবুর রহমান হলুদ, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারলে নিজেকে সার্থক মনে হয়।তিনি মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিন আরও বৃদ্ধি করার জন্য আশ্বস্ত করেন। আলোচনা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।তিনি সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে থাকার দীড় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.