ড. গোলসান আরা বেগম
ষঢ় ঋতুর শীতে টুপটাপ পানির ফোঁটা ঢেলে দেয় শিশির কৌটা
টিনের চালে দুর্বাঘাসে লতাপাতায় হেঁটে বেড়ায়
কুয়াশার চাদর টেনে আনে কনকনে ঠান্ডা
হাত পা গুটিয়ে বসে থাকে বনবনানীর গোড়ার ছায়ায়।
লেপ কম্বল নেই যার,ফুটপাতে থাকে যারা
হাতে হাত ঘঁষে
পাখিরা ঠোঁটে ঠোঁট ঘষে উঞ্চতা বাড়ায় সঙ্গম শিহরণ কালে
চাঁদ মামা মেঘের কোলে খেলে লুকোচুরি খেলা
সুর্য দেয় আড়ি কাক ভেজা রোদ্র ছায়ার আড়ালে।
শীতের পিঠেপুলি, নবান্ন উৎসব,খেজুরের রসের স্বাদ
বাঙালি সংস্কৃতির স্মৃতি গাঁথা সর্ষে ফুলের গালিচা
কুয়াশায় ডুবু সূর্য লাল টিপ পড়ে কপালে
সন্ধ্যাকালে লালিমা ঢেলে পশ্চিমাকাশে হারায়।
শৈশবের সেই শীতকাল, কুয়াশার ফ্রিঙ্গার প্রিন্ট
অতীতের কোলে বসে স্মৃতির গল্প শোনায়
দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাঁশ জঙ্গলে,সোনাঝরা রোদে, হিম হিম শীত পোহানো উত্তাপে,কাশবনে, লেপ কম্বলে
ওম ওম মৌ মাতানো গন্ধ সঙ্গে নিয়ে ফুলে ফুলে ঘুরে বেড়ায়।।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.