সোহেল রানা রাজশাহী
ব্যুরো
রাজশাহী ২৬ জানুয়ারি ২০২৩
রাজশাহী মহানগরীতে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় চ্যান্সেরি প্রাঙ্গণে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে এ প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ।
এরপর জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পতাকা উত্তোলন শেষে সহকারী হাইকমিশনার জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনান।
পরে সহকারী হাইকমিশনার অনুষ্ঠানে তার নিজের দেওয়া বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজশাহীতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মূল্যবান অবদানের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশ ও ভারত দুই দেশের নেতাদের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে সব পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৃক্ততা অটুট হওয়ার জন্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্ব ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
এসময় রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত ভারতীয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.