ড. গোলসান আরা বেগম
ঘুমাই র্নিভাবনায় নাক ডুবিয়ে
কি হবে ভেবে ছাই মাথা নিয়ে
সূর্য কি ভাবে পশ্চিমে হারায়
নেই আমি এসব ভাবনায়।
কবিতা লিখি কথার মাধুরী সাজিয়ে
নানা জনের সুখ দুঃখের মালা পড়িয়ে
গানের সুরে ছন্দে তুলে আনি
কারো হাসি বা চোখের পানি।
শব্দ কেটে কবিতার বাসর সাজাই
মনের দুঃখ ব্যথা বাতাসে উড়াই
গল্পে আঁকি অ আ ক খ র নকশা
কত জনের মনের আশা ভরসা।
যতই আপনারে ভাবি আপন
সব মেকি সঙ্গী সাথী স্বজন
কি হবে ঘুরে সত্যের পেছনে
সত্য কথা লিখে কলম টেনে।
দেখে সত্যের পরাজয় ক্ষয়
স্বার্থের টানে কেউ কারো নয়
বোকার মত হাসি চোখ বুজে
করি না টেনশান কথা ও কাজে।