আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব। রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ.এস জামিল পাভেল ও সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ- সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান- বিটু, সাধারণ সম্পাক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ এনায়েত খান, দপ্তর সম্পাদক সোহেল সরকার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, কার্যকরী সদস্য জাকির হোসেন জিকু, সোয়ায়েব ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।