আফরোজা আক্তার জবা , ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মঙ্গলবার বেলা ১২ টা র দিকে ভালুকা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় ওই অভিযানে জরিমানা করে। দোকানের লাইসেন্স নবায়ন না থাকা এবং দোকানে সেম্পল ঔষধ রাখার অভিযোগে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে সেম্পল রাখার দায়ে মাস্টার ফার্মীসিকে ৬ হাজার, রাজ্জাক মেডিকেল হল কে ৬ হাজার, জামান মেডিকেল হলকে ২ হাজার, মা মেডিসিন কর্নার কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক রেশমা সুলতানা যুথী।
নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীউল বারী জানান এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.