এনামুল হক সেলিম ঃ কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
গতকাল সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় সভাপতিত্ব জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদউল্লাহর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ।জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী,সাবেক ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী,সাবেক সদর উপজেলা কমান্ডার বাবু ভূপাল নন্দী, সহকারী কমান্ডার মোঃ হাবিবুর রহমান, এবি সিদ্দিক, ডাঃ সিদ্দিক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন সন্তান কমান্ডের জেলা সমন্বয়কারী মনোয়ার হোসাইন রনী, সদর উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক এনামুল হক সেলিম, মাসুদ আলম, হিমেল আহমেদ খান সহ আরও অনেকে।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ জেলায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধার পরিবারের সকল বিপদে পাশে থাকার আশা ব্যক্ত করেন। তিনি যে কোন সময় মুক্তিযোদ্ধাদের সকল বিপদে আপদের কথা জানানোর জন্য সকল মুক্তিযোদ্ধাদের আহবান করেন।তিনি এক প্রশ্নের জবাবে বলেন "যাদের জন্য আজ এই দেশ স্বাধীন হয়েছে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যারা সম্মান করে না তারা মানুষই না"। বক্তব্য শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে পুলিশ সুপার কে শুভেচ্ছা উপহার প্রদান করেন সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.