1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে পুলিশ সুপার নীলফামারী

  • প্রকাশ কাল শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা

শুক্রবার (২০ জানুয়ারী/২০২৩ খ্রিঃ) মধ্যরাতে পুলিশ সুপার নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম জেলা শহরের পুরাতন স্টেশন, কলেজ স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার বলেন শীতে শীতবস্ত্রের অভাবে মানুষ অনেক কষ্টে রাত্রী যাপন করছে। তাদের সঙ্গে উক্ত কষ্ট ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি। সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। বিত্তবানদের একটু সহায়তায় হয়তো শীতার্তরা উষ্ণতার ছোঁয়া পাবে। জেলা পুলিশ নীলফামারী সব সময় দুঃস্থ অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধী মানুষের পাশে আছে এবং থাকবে।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; অফিসার ইনচার্জ,সদর থানা, নীলফামারী; অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী; ডিআইও ওয়ান নীলফামারীসহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST