ফারজানা আক্তার, কুলিয়াচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ধর্ষন মামলার যাবৎ জীবন কারাদন্ডের আসামী সোহেল মিয়া(৩৫) গ্রেফতার হয়েছে।
সোহেল মিয়া উপজেলার উছমানপুর ইউনিয়নের খিলেরবন্দ গ্রামের আইনব আলীর ছেলে।
জানা যায়, ২০০৮ সালে সোহেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় কুলিয়ারচর থানায় একটি ধর্ষন মামলা হয়।
২০২১ সালের এপ্রিল মাসে বিচারক বিভাগ জেলা ও দায়রা জজ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-২ এ তার যাবৎ জীবন কারাদন্ডের রায় ঘোষনা করা হয়। ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্রগ্রাম থেকে তাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়। বহুদিন ধরে সে আত্মগোপন করে আছে বলে পুলিশ সূত্রে জানায়।
উল্লেখ্য,সোহেল মিয়া রুনা আক্তার নামে এক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে ধর্ষন করে।অন্তস্বত্তাঃ রুনা আক্তারকে অস্বীকার করলে রুনা আক্তার নিজে বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.