মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য ১৯ জানুয়ারী,২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম । কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন, পুলিশ সুপার,নীলফামারী মহোদয় সকলের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার সকল অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম কে পুলিশ পরিদর্শক নিরস্ত্র হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাওয়ায় তাকে ব়্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল); আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল), ডাঃ মোঃ আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী সহ জেলা পুলিশ, নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
মাসিক কল্যান সভা শেষে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ
শ্রেষ্ঠ থানাঃ ফিরোজ কবির, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী।
শ্রেষ্ঠ সার্জেন্টঃ আব্দুল খালেক সরকার টিএসআই, সৈয়দপুর ট্রাফিক।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ জনাব আরমান আলী এসআই (নিঃ) নীলফামারী থানা।
শ্রেষ্ঠ এসআইঃ মমিনুল আজম এসআই (নিঃ) ডোমার থানা।
শ্রেষ্ঠ এএসআইঃ আখতারুজ্জামান পলাশ এএসআই (নিঃ) ডোমার থানা।
বিশেষ পুরস্কারঃ কামরুজ্জামান পুলিশ পরিদর্শক (নিঃ) অপরাধ শাখা।
বিশেষ পুরস্কারঃ আনিসুজ্জামান এসআই (নিঃ) সৈয়দপুর থানা।
বিশেষ পুরস্কারঃ মানিক হোসেন এসআই (নিঃ) জলঢাকা থানা।
বিশেষ পুরস্কারঃ রোস্তম আলী এসআই (নিঃ) ডিমলা থানা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.