নিজস্ব প্রতিবেদকঃ কন কনে ঠান্ডা। সন্ধ্যার পর ঘন কোয়াশার চাদরে সবকিছু ডাকা থাকে । শীতে যেনো কাঁপছে সারা দেশ। ঠিক এসময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ
দাউদ তার থানায় এক ভিক্টিম এর খোঁজ নিতে আসেন রাতে। তিনি দেখলেন থানার নারী হেল্প ডেস্কে পাতলা একটি কম্বল মুড়ি দিয়ে মা
তার ১০ দিনের শিশুকে নিয়ে প্রচন্ড শীতে কাঁপছে। এ দৃশ্য দেখে তিনি তার বাসা থেকে নিজের বিছানার তোষক ও গড়ম কাপড় এনে
দেন। এসব পেয়ে মা তার শিশুটিকে আগলে ধরে যেনো নিরাপদ আশ্রয়ে রাত কাটালো। পুলিশ সত্যিই মানবিক। ওসির এ মানবিকতায় যেনো সিক্ত সূচনা ও তার নবজাতক । থানায় সেবা
নিতে আসা সাধারন মানুষ ও তার এ মানবিকতায় মুগ্ধ হন।
কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ফারহানা আক্তার সূচনা (১৩) । একই পাড়ার মো. পাভেল মিয়ার
(১৯) এর প্রেমের মায়ায় জড়িয়ে পড়েন। গোপনে বাবা –মায়ের সংসার থেকে গত দশ মাস আগে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পা বাড়ায়
সূচনা।
বাবা সাইফুল নাছোর বান্দা। গত ২০২২ সালের মার্চ মাসের ১২ তারিখ একটি অপহরন মামলা করেন। কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ
মঙ্গলবার রাতে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সাথে ১০ দিনের নবজাতক শিশু। রাতে নারী হেল্প ডেস্কে তাদের থাকতে দেয় পুলিশ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই ভাবলাম তাদেকে একনজর
দেখে আসি। এসে তাদের দেখলাম মা তার শিশুটিকে নিয়ে শীতে খুর কষ্ট করছে। দেখে আমি সইতে পারি নাই আমিও তো মানুষ, পরে
আমার নিজের তোষক আর গায়ে দেযার জন্য কিছু গড়ম কাপড় দেই তাদের।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.