নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনন্দিত নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক,সিলেট যোন, মৌলভীবাজার এরিয়াধীন মুন্সীবাজার রাজনগর শাখা কর্তৃক সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ জানুয়ারি বিকালে মুন্সীবাজার রাজনগর শাখা উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক, সিলেট যোনের কর্নধার যোনাল ম্যানেজার মোঃ শহীদুল আলম চৌধুরী, যোনাল অডিট অফিসার নিতাই চন্দ ঘটক, মৌলভীবাজার এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল খসরু। শাখা ব্যবস্থাপক মোঃ নাদিম মিয়া, সেকেন্ড অফিসার আক্কাসুর রহমান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি মোঃ শহীদুল আলম চৌধুরী বলেন, শীত,বন্যা,খরাসহ সকল প্রাকৃতিক দূর্যোগে গ্রামীণ ব্যাংক সর্বদা সাধারন সাধারন মানুষের পাশে ছিলো। এরই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক মুন্সি বাজার রাজনগর শাখার পক্ষ থেকে অসহায় সংগ্রামী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। "
অডিট অফিসার বলেন,সবারই উচিত আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা,মানুষ মানুষের পাশে থাকা।
সংগ্রামী সদস্য রুফিয়া বেগম আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমরা অনেক অনেক খুশি!
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.