মোঃছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি
ভৈরব উপজেলার বধুনগর ইসলামপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে কালা মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। এই ঘটনায় আহত মো. তৌহিদ মিয়ার ছেলে সবুজ হাসান ও মৃত হাজী মো. বাচ্চু মিয়ার ছেলে তৌহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ ১৬ জানুয়ারি সোমবার সকাল নয়টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামের কালা মিয়া, তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের প্রতিবেশী মতি মিয়ার বাড়ি ও আবুল কালামের বাড়ির লোকজনের সাথে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল।
জমির বিরোধ মেটাতে সোমবার সকালে দু'পক্ষের শালিশ বসে। শালিশে দু'পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয় ।
এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কালা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, বধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে কালা মিয়া নামের একজন নিহত হয়েছে। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.