রাজ্জাকুন্নাহার সুমী, ভ্রাম্যমান প্রতিনিধি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সরারচরে আজ বিকাল ৪ টায় হত দরিদ্র্য সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘আগামীর বিজয়’ (ডেভেলপমেন্ট সোসাইটি) সরারচর শাখার উদ্যোগে এটি পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. আবু বক্কর(৩ নং),শ্যামল রায় (বিশিষ্ট ব্যবসায়ী),সুশান্ত সাহা (বিশিষ্ট ব্যবসায়ী), মো.জুনায়েদ হোসেন (নির্বাহী পরিচালক),জিতু মন্ডল(পরিচালক), মো.সালাউদ্দিন আল মাসুদ ( শাখা ব্যবস্থাপক),সম্মানিত সাংবাদিকবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এসময় সংগঠনটির নির্বাহী পরিচালক মো.জুনায়েদ হোসেন স্থানীয় সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমাদের আরো ৪ টি শাখা রয়েছে। সরারচরসহ মোট ৫ টি শাখা য় বিভিন্ন সময় বিভিন্নভাবে সহায়তা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনাদের সহায়তা পেলে আমরা আরো এগিয়ে যাবো।’
স্হানীয় জনগণ এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ও ধন্যবাদ জানায় সংগঠনটিকে।