মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে ইন্টার চার্চ পাষ্টর ফেলোশীপ-গাজীপুর এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৩-২৫ দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ব্যাপ্টিষ্ট চার্চে উপদেষ্টাদের উপস্থিতিতে এক সাধারণ সভায় ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পাষ্টর সমীরন বাড়ৈ–কে সভাপতি ও পাষ্টর গিলবার্ট বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পাষ্টর সুশিল বর্মন, সাংগঠনিক সম্পাদক পদে পাষ্টর সুমন তালুকদার, কোষাধক্ষ্য পদে পাষ্টর বিরজিৎ বাড়ৈ, প্রচার সম্পাদক পদে পাষ্টর এলিও হাজরা, কার্যকরী সদস্য পদে পাষ্টর বাসুদেব বিশ্বাস।
এছাড়া উপদেষ্টা পদে পাষ্টর বার্নাড বিপুল বিশ্বাস ও পাষ্টর শিশির বাড়ৈকে নির্বাচিত করা হয় । এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিভিন্ন গীর্জার পুরোহিতগন। উক্ত সভায় সংগঠনের বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।
মধ্যাহ্ন ভোজের পরে সভার সভাপতি পাষ্টর সমীরন বাড়ৈ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.