আবু হানিফ পাকুন্দিয়া, কিশোর গঞ্জঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আন্ত:স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলমের সভাপতিত্বে এসময় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান আফছর উদ্দিন আহম্মদ মানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.