মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
মাইজভাণ্ডার শরীফে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানাসহ নানা আনুষ্ঠানিকতা সেবামূলক কার্যক্রমে সম্পন্ন হয়েছে।
আর্ত মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারি সোমবার মাইজভাণ্ডার শরীফে গাউসুল আজম মাইজভাণ্ডারী’র ১১৭তম ওরশ শরীফ উপলক্ষ্যে অছি-য়ে গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বেছাল দিবস ২রা মাঘ স্মরণে আমিরুল মোন্তাজেমীন শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী’র আওলাদদ্বয়ের আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’র ব্যবস্থাপনায় আর্ত মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল ও ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সহযোগীতায় সকাল দশটায় কার্যক্রমের উদ্ভোধন করেন শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
সেবা প্রদানে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ যথাক্রমে ডাঃ মোস্তাক আহমেদ সৈয়দ, ডাঃ এস.এম অভিক চৌধুরী, ডাঃ নকিবুল আলম, ডাঃ শোয়ান শীল, ডাঃ সালমা সাথী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ যথাক্রমে ডাঃ দিল আনজিজ বেগম, ডাঃ ফারজানা শামীম, ডাঃ মুনতাসির, ডাঃ ইসরাত জাহান রিজা, ডাঃ ফাহমিদা সোলতানা, ডাঃ হিমিকা ফেরদৌস, ডাঃ সুমাইয়া জাহান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ শাহ মুহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, শিশু বিশেষজ্ঞ যথাক্রমে ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ এ কিউ এম.জিসানুর রহমান, ডাঃ মাঈনুল ইসলাম, ডাঃ আসিফ আবদুল্লাহ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ ওয়াসি আরমান ইনান।
উপস্থিত ছিলেন,আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’র কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, মুহাম্মদ মুফিজুল আলম, সহকারী সচিব যথাক্রমে মাওলানা মুহাম্মদ হাসান ও লালন ওসমান, নুরুল কবির মাসুদ, মোস্তাফা কায়সার মাহমুদ, সালাউদ্দিন মাহমুদ, এ্যাড.মনজুর হোসাইন, আশরাফুজ্জামান মামুন, আমিনুল হক বাপ্পী, নাসির উদ্দীন প্রমূখ।
উক্ত কার্যক্রমের মাধ্যমে মেডিসিন, প্রসুতি ও স্ত্রীরোগ, শিশুরোগ ও ডায়াবেটিস বিষয়ে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।