সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে মো. মাসুদুল ইসলাম মাসুদকে সভাপতি ও মো. শহিদ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
গত শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য জাকির হোসেন কিরন ও আরিফুর রহমান আরিফ,জাতীয় পরিষদের সদস্য মো. সেলিম মাহমুদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ সভাপতি পদে মো. মনিরুল হাসান সোজাদ,আর এ সাইফুল আলম,নাজমুস সাকিব,আবু হানিফা,ইমতিয়াজ আকন্দ ফরহাদ,রাকিবুল হাসান আলমগীর ও অপু আহাম্মদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মারুফ আহমেদ, মাহবুব আলম মাবুলের নাম ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সাগর মোদকের নাম ঘোষণা করা হয়।