তন্ময় দেব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
১৯৭৩ সালের পর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়া রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে আজ ১৪ জানুয়ারি সারাদেশের মতো সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসনের আয়োজনে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ এর (আল আমিন চৌধুরী) সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সম্পাদক কালীপদ রায়ের সঞ্চালনায় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারইনট্যান্ডেন্ট আবদুল মান্নান, আবদুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, গিরিধর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতবাশ দাস প্রমুখ।
পরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.