শাফায়েত নাজমুল.:
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া সংসদ সদস্যের বাড়ির আঙ্গিনায় কয়েকশত শীতার্ত
মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় সদর সৈয়দা রূপা নুরসহ কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মোহাম্মদ আলী সিদ্দিকী, যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।