সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নুসরাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল ১১টার দিকে বাড়ির পাশে কাঁচা রাস্তায় খেলাধুলা করার সময় রাস্তা পার হতে চাইলে লরি ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্ল্যাহ আল মামুন জানায়, নিহতের মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে এ ঘটনার ফয়সালা হওয়ায় নিহতের পিতা কোন অভিযোগ দিতে নারাজ হওয়ায় থানা থেকে মুছলেকা নিয়ে লাশের ময়না তদন্ত ছাড়াই ওই দিনই দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.