তন্ময় দেব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় । পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন ।
এ উপলক্ষে বেলা ১০ টায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিনের চৌধুরীর নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের সামনে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে একটি র ্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক কৃষকলীগ সভাপতি কাজল বরন চৌধুরীর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা অজয়
তালুকদার এর সঞ্চালনায়
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, কৃষকলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পি সি দাস , ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, বাহাড়া ইউপির আ.লীগ সভাপতি পিযুষ কান্তি দাস, প্রমুখ।