নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় উপজেলা পাকুন্দিয়া পৌরসভা ৮নং ওয়াডের টান লক্ষিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিজ বাড়ীতে মহুরুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাযায় শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এর আগে মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নিবাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী নেতৃত্বে পুলিশের একটি দল।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিসবাহ উদ্দিন ও পাকুন্দিয়া পৌরসভা প্যানেল মেয়র সিদ্দিক হোসেন রিপন উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি, এক ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, ও পাকুন্দিয়া পৌরসভা প্যানেল মেয়র সিদ্দিক হোসেন রিপন, ও এলাকায় বাসীর গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।