খায়রুল ইসলাম ভূইয়া, ভৈরব থেকেঃ
ইসমাইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভৈরবে শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ভৈরব শহরের চন্ডিবের উত্তর পাড়ায় আইভি চত্বরে ইসমাইল মিয়া ফাউন্ডেশন কার্যালয়ের সামনে তিন শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
ইসমাইল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট যুবনেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
উল্লেখ্য যে, স-পরিবারে ইটালী প্রবাসী চন্ডিবের উত্তর পাড়ার ইসমাইল মিয়া নিজ উদ্যোগে অসহায় মানুষের কল্যাণে এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করে চলেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ডাঃআব্দুল লতিফ,
যুবনেতা মিষ্টু মিয়া,মুসাদ্দেক মিয়া,
আব্দুর রাকিব প্রদান,হাবিব মিয়া,নবী মিয়া প্রমূখ।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষেরা আনন্দ উল্লাস করেন।