ছাদেকুর রহমান রতন
চারপাশে বাটপার নাই মনে স্বস্তির
ঘন ঘন বাড়ছে লোকজন বস্তির
দিন দিন মোটা হয় কতগুলো হস্তির।
চারদিকে গাঁজাখোর নাই পরিবেশ তো
কার কাছে আইনগুলো আছে আজ নেস্ত
তিলে তিলে শেষ হয় আমাদের দেশ তো।
চারপাশে সুদখোরও খায় তারা রক্ত
আর কিছু লোক আছে হয় তাদের ভক্ত
প্রশাসনও আজকাল হয় নাযে শক্ত।
চারপাশে ঘুষখোর বাড়ি গাড়ি করছে
পুঁটি মাছ, কানপোনা দুদকেও ধরছে
কেউ গেছে 'আমরিকা' কেউ ধরা পড়ছে।
চারপাশে খালি চোর বালু বেচে খাচ্ছে
দিনে খায় বাবা বড়ি রাতে গান গাচ্ছে
ফূর্তিতে সারাদেশে আজ তারা নাচ্চে।
চারদিকে হাবিজাবি নাই মনে শান্তি
বুঝলে তো নিজ দেহে এসে যেতো ক্লান্তি
দেশ যাবে রসাতলে সব যদি জান্তি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.