হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
'উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়-দেশ গড়বো সমাজসেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সোমবার(২জানুয়ারী) বেলা ১২টার দিকে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা ও ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরনে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব,উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত,তালজাঙ্গা ইউপি'র চেয়ারম্যান জাহেদ ভূঁইয়া,রাউতি ইউপি'র চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক,ধলা ইউপি'র চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক,জাওয়ার ইউপি'র চেয়ারম্যান ইমদাদুল হক রতন,দামিহা ইউপি'র চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব,তাড়াইল-সাচাইল সদর ইউপি'র চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ সহ স্থানীয় গনমাধ্যমকর্মী এবং উপকারভোগী বিভিন্ন শ্রেণি পেশার ভিক্ষুকবৃন্দ।
সমাজসেবা কর্মকর্তা আল আমিন জানান,ভিক্ষুকদের পুর্বাসনের জন্য উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের সুপারিশকৃত ৩৯ জন ভিক্ষুকের মাঝে ১টি করে ছাগল,১জনকে একটি ব্যাটারিচালিত রিকসা এবং ১জনকে দোকান করার জন্য নগদ অর্থ প্রদান করা হচ্ছে। তাছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে উপজেলায় মোট ১০হাজার মানুষকে বয়স্কভাতা, ৫হাজার ২৫৬ জনকে বিধবা ভাতা,৪হাজার ২০৭ জনকে প্রতিবন্ধী ভাতা,২৯জন অনগ্রসর জনগোষ্টীর মাঝে বিশেষ ভাতা,৭২জন প্রতিবন্ধীকে শিক্ষা ভাতা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান,বিশেষ বিশেষ রোগীদের এককালীন চিকিৎসাভাতা হিসেবে ৫০হাজার করে টাকা প্রদান করা হয়।
এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.